মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ যশোর জেলার অভয়নগর উপজেলা শাখার কৃষক লীগের বর্ধিত সভা ২ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক নাজমুল ইসলাম পানু, খুলনা বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এ্যাডঃ শামসুর রহমান, সভাপতি যশোর জেলা কৃষক লীগ। জনাব এ্যাডঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক যশোর জেলা কৃষক লীগ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব এনামুল হক বাবুল, সভাপতি অভয়নগর উপজেলা আওয়ামী লীগ যশোর, জনাব সরদার ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক অভয়নগর উপজেলা আওয়ামী লীগ যশোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ গোলাম হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সকল পর্যায় কৃষক লীগের নেতা ও নেত্রীবৃন্দ।
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় ও দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কৃষক লীগ। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।