নিজস্ব প্রতিনিধিঃ এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটি (আস) ও হারভেষ্টপ্লাস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার, এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটি (আস) এর ট্রেনিং রুমে জিংক ধানের বীজ উৎপাদন, ধান উৎপাদন ও জিংক ধান বাজারজাতকরণের উপর ১৪ জন কৃষক গ্রুপ লিডার, ধান বীজ উৎপাদক ব্যবসায়িক, বীজ ডিলার ও ধানের আড়ৎদারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে জিংক ধানের উপর আলোচনা করেন, জনাব সুব্রত কুমার ঘোষ, এরিয়া কোর্ডিনেটর, আস, মোঃ রাসেল কবির, মেসার্স নিউ পরশ সীড ফার্ম ভাতুড়িয়া বাজার সদর, যশোর, মোঃ গোলাম সরোয়ার, ধানের আড়ৎদার, যশোর এবং মোঃ লিমন হোসেন, লিমন সীড, যশোর।
অনুষ্ঠানে বক্তাগণ জিংক ধানের বীজ উৎপাদন, বাজারজাতকরণ, কৃষকের নিকট থেকে সঠিক দামে জিংক ধান ক্রয় করে, রাইচ মিলে পৌছানোর জন্য বিস্তারিত আলোচনা হয়।