মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ মে ২০২৪ রোজ বুধবার।
দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ২০০৪ সালের ২২ মে সংগঠনটি প্রতিষ্ঠালাভ করে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়।
আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সফল সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন ।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, আওয়ামী মৎস্যজীবী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে সদা সর্বদা মানুষের পাশে থেকেছে গৌরবের অভিযাত্রায়। ২২ মে ২০২৪ রোজ বুধবার আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হউক এই কামনা করি। আওয়ামী মৎস্যজীবী লীগ এর জন্মদিন উপলক্ষ্যে দেশবাসী সহ সবাইকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। সবশেষে আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদেরকে।