মাওলালা সাইফুল ইসলাম সালেহীঃ দক্ষিণ পূর্ব বাংলার আধ্যাত্মিক জগতের পীর ওলিয়ে কামেল ও লাখো মানুষের পথ প্রদর্শক মৌকারার পীর শাহ অলি উল্লাহ (রাহ.)। তিনি বাংলায় ধর্ম প্রাণ মুসলমানদের নিকট মৌকারার পীর সাহেব হুজুর নামে পরিচিতি ছিলেন। তিনি ১৯০৫ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৌকারা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল হামীদ, মাতা জোহরা খাতুন। পিতা মাতা দুজনেই ছিলেন আত্ম্যাত্মিক জগতের পথিক। তিনি নিজ গ্রামে প্রাথমিক লেখাপড়া শুরু করে পাশ্ববর্তী ঢালুয়া মাদ্রাসা থেকে নাহুম পর্যন্ত পড়েন, এরপরে জামাতে উলা পর্যন্ত লাকসাম গাজীমুড়া আলীয়া মাদ্রাসা থেকে পড়াশুনা শেষ করেন। ঊনবিংশ শতাব্দী শেষভাগ, বাংলার মুসলমানদের এক করুন অবস্থা। তারা ভুলে গিয়েছিল ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ। ধর্মীয় জ্ঞানের অভাবে ইসলামী তাহযীব তমদ্দুন ছেড়ে দিয়ে মুসলমানগণ বরণ করে নিয়েছিল বিজাতীয় আচার ব্যবহার, চালচলন ও তাদের পোষাক- পরিচ্ছদ। হিন্দুদের অনুকরণে মুসলমানগণ নামের আগে শ্রী লিখতো, লুঙ্গিন বদলে ধূতি পরতো, মাথায় টিকি রাখতো, এমনি মুসলিম বধুরা সিঁথিতে সিঁদুর পর্যন্ত ব্যবহার করতো। ঠিক সেই সয়য় তিনি ছারছিনার দাদা হুজুর পীরে কামেল আল্লামা নেছারুদ্দিন (রাহ:) এর কাছ থেকে খেলাফত নিয়ে শুরু করেন ইসলামী প্রসার প্রচার কাজ। তিনি আলোকিত করেন পুরা সমাজকে, তিনি মদ খোর চোর ডাকাত ও খারাপ মানুষদের কে বুঝিয়ে আলোর পথে নিয়ে আসেন। তিনি মুসলমানদের আমল আকিদা আচার ব্যবহার পোষাক পরিচ্ছিদ পরিবর্তন করে দেন। তিনি নিজ বাড়ির আঙ্গিনায় প্রতিষ্ঠিত করেন বিভিন্ন প্রতিষ্ঠান। দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা। দারুচ্ছুন্নাত ছালেহীয়া ওয়ালীয়া দ্বানীয়া মাদরাসা। দারুচ্ছান্নাত ওয়ালীয়া হাফিজিয়া মাদরাসা। দারুচ্ছুন্নাত ইয়াতিমখানা। দারুচ্ছুন্নাত কম্পিউটার ল্যাব। ইন্তিকাল : মৌকারার পীর সাহেব শাহ অলি উল্লাহ (রাহ:) লাখো লাখো ভক্তদের কে কাঁদিয়ে ১ লা মার্চ, ২০০৬ সালে নশ্বর পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।