July 9, 2025, 7:52 am
শিরোনামঃ
জিএম কাদেরের বিরুদ্ধে জাপার বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মোহাম্মদপুরে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ আগামীকাল (৯ জুলাই) মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকী পরীক্ষার্থীদের মাঝে হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লার বিশুদ্ধ খাবার পানি বিতরণ মানিকগঞ্জ-২ আসনে মানুষের আশা-ভরসার প্রতীক: আবিদুর রহমান খান (রোমান) পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল যুবদল নেতা জাহিদ মোড়লের বহিষ্কার ষড়যন্ত্রের অভিযোগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ‘ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে শুধু বিএনপি’: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা: মালয়েশিয়া পুলিশ

মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডে লিটন মাস্টার এর উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, February 4, 2022
  • 309 Time View

শেখ আসাদুল্লাহ আহমেদ (আপন):  ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও আগামী কাউন্সিলে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) এর ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ৪ ফেব্রুয়ারি ২০২২ রোজ শুক্রবার বিকালে রাজধানী মোহাম্মদপুর টাউন হল ‘লিটন মাষ্টার টেইলার্স এন্ড্ ফেব্রিক্স এর দোকানে সুবিধাবঞ্চিত, গরীব অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের মাঝে এই সব কম্বল বিতারণ করা হয়।

এ সময় মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) খাস খবর বাংলাদেশ পত্রিকাকে জানান, আমাদের এলাকায় সুবিধাবঞ্চিত অনেক মানুষ আছে যারা শীতের তীব্রতা সহ্য করতে না পেরে অনেক কষ্ট করে। তাদের কথা চিন্তা করে এই সব কম্বল বিতারণ করছি। যেন তারা শীতের তীব্রতা থেকে কিছু সময় পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে পারে।

তিনি আরো বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি প্রতিবছরের ন্যায়, এবারও জনগণের পাশে রয়েছি।

মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) বলেন, সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102