মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা এর সাথে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
বুধবার (২৬ জুলাই) রাজধানী মোহাম্মদপুর ওসির অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সফল সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বিপ্লবী সাধাণ সম্পাদক শাহীন আহাম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মোহাম্মদপুর থানার সার্বিক আইনশৃংখলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মো. মাহফুজুল হক ভুঞা।
৩১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাথে মতবিনিময় কালে ওসি মো. মাহফুজুল হক ভুঞা মোহাম্মদপুর এলাকাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। মাদকের সাথে জড়িতদের সমাজ থেকে নির্মুল করা হবে।মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে উল্লেখ করে বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় পাবে না নাশকতাকারীরাও। মাদক চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে মোহাম্মদপুর থানার পুলিশ দ্রুত ব্যাবস্থা নিবে।
তিনি আরো জানান, মোহাম্মদপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত শ্রম দিয়ে যাবে পুলিশ বাহিনীর সদস্যরা। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য ৩১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের প্রতি আহ্বান জানান তিনি।