মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) জনাব আবুল কালাম আজাদ এর সাথে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত ৫নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ রুস্তুম আলী এবং সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়া।
২৬ মে ২০২২ রোজ বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা আয়োজিত বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজ সেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে ওসি আবুল কালাম আজাদ মোহাম্মদপুর এলাকাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।মাদকের সাথে জড়িতদের সমাজ থেকে নির্মুল করা হবে।মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখানো হবে উল্লেখ করে বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় পাবে না নাশকতাকারীরাও। মাদক চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে মোহাম্মদপুর থানার পুলিশ দ্রুত ব্যবস্হা নিবে।
তিনি আরো জানান, মোহাম্মদপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত শ্রম দিয়ে যাবে পুলিশ বাহিনীর সদস্যরা। অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য খাস খবর বাংলাদেশ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান তিনি।