ষ্টাফ রিপোর্টারঃ আগামী ৩ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
২৫ নভেম্বর ২০২০ রোজ বৃধবার বাদ মাগরিব টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির কার্যালয়ে সংগঠনের সকল নির্বাচনী প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এ সময় সকল নির্বাচনী প্রার্থীরা তাদের ইশতেহারে ঘোষিত নানা কর্মপরিকল্পনার কথা তুলে ধরে সকল ভোটারের কাছে তার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে বাজারের সার্বিক উন্নয়নের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
প্রার্থীরা আরো বলেন, মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতিকে আধুনিকায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো দেখব এবং ব্যবসায়ীদের সব ধরনের বিপদ-আপদে তাদের পাশে থাকবো এবং ব্যবসায়ীদের সকলকে সাথে নিয়ে যে কোন সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ।