মোঃ ইব্রাহিম হোসেনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজানের শুরু থেকে মাসব্যাপী প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এর সহযোগিতায় অসহায়, দুস্থ ও ভাসমান মানুষদের ইফতার করাচ্ছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি নাঈমুল হাসান রাসেল।
সোমবার (২৭ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানী মোহাম্মদপুর টাউন হলে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের কার্যালয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে লোকজন দিয়ে মাইকিং করে ডেকে অসহায়, দুস্থ ও ভাসমান মানুষদের ইফতার করাচ্ছেন ছাত্রলীগের এই নেতা।
নাঈমুল হাসান রাসেল বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় আর্তমানবতার সেবার নিয়োজিত আছেন।অতীতের মতো ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।