মোঃ ইব্রামি হোসেনঃ ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি জনাব আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির উপস্থিতিতে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ’র ১০ বছরের আয়-ব্যয় প্রকাশ করেছেন।
আজ ৫ ফেব্রুয়ারি ২০২১ রোজ শুক্রবার জুমার নামাজের সময় ১০ বছরের আয়-ব্যয় প্রকাশ করে শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ’র সাধারণ সম্পাদক ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম।
মাওলানা আব্দুল কাইয়ুম জানান, ১০ বছরের বিভিন্ন খাত থেকে আয় হয়েছে ৩১,১১১,৪১২ টাকা এবং বিভিন্ন খাত ওয়ারি ব্যয় হয়েছে ৩০১২২৫৮৬ টাকা বাকী ৯৮৮,৮২৬ টাকা ব্যাংকে জমা আছে।
শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ’র মুসল্লিগণ আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টুর নিকট মসজিদে জানাজার জন্য একটি লাশ ঘরের দাবি জানান।
মুসল্লিগণের দাবি অনুযায়ী আলহাজ্ব মোঃ সাদেক খান এমপি ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু জানাজার লাশঘর করে দেওয়ার আশাপ্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টুর, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ আনসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু, শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ’র সভাপতি ও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মাদ দিল, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধাণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম, ১০০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধাণ সম্পাদক মোঃ হোসেন খোকন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ঈমাম, খতিব, মুসল্লিগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।
নামাজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা, চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করা। দোয়া পরিচালনা করেন, দারুননাজাত ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মূফতি এবং মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মূফতি মাওলানা ওসমান গনি সালেহী।