মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে মোহাম্মদপুর থানা ছাত্রলীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জুয়েল কটুক্তি করেছেন বলে দাবি ছাত্রলীগের নেতাকর্মীদের।
জুয়েলের বক্তব্যের প্রতিবাদে আজ ২৩ মে ২০২২ রোজ সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি নাঈমুল হাসান রাসেল বলেন, “তুমি জুয়েল আল্টিমেটাম দিয়েছ, তুমি জুয়েল বুকের পাটা দেখিয়েছ, তোমাকে আমরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগ যেখানেই পাবো সেখানেই পিঠের চামড়া উঠিয়ে ফেলব।”
জুয়েলকে ‘উত্তম-মধ্যমের’ হুশিয়ারি দিয়ে রাসেল বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ, জয় ভাই ও লেখক ভাইয়ের পক্ষ থেকে বলতে চাই, আমাদের মোহাম্মদপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরষ্কার দেয়া হবে।”
সমাবেশে সাধারণ সম্পাদক আয়মান ওয়াসেফ অমিক বলেন, “ছাত্রদল মুর্খের দল। তারা জানে না বঙ্গবন্ধুর ইতিহাস, জানে না শেখ হাসিনার ইতিহাস। তাদের বিরুদ্ধে আমাদের ডাইরেক অ্যাকশন।”