মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আতিকুল ইসলাম এবং তার স্ত্রীর করোনা রোগ থেকে মুক্তি এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার এর সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২০ রোজ বুধবার বাদ মাগরিব রাজধানী মোহাম্মদপুর টাউন হল ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান খান। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম, সহ সভাপতি সৈয়দ আবুল হাশেম, যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, দপ্তর সম্পাদক আঃ রহমান শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ রানা, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ১৫ আগস্টের হত্যাকান্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। চলমান করোনা মহামারিতে মৃত্যুবরণকারীদের শহীদের মর্জাদা দান ও আক্রান্তদের আরোগ্য দানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া ও মোনাজাত করা হয়।