মেট্রো রেলের উদ্বোধনঃ কবি মোঃ নাসির উদ্দিন দুলাল
আজ জননেত্রী শেখ হাসিনা টিকেট কেটে মেট্রো রেলের হলেন প্রথম যাত্রী,
তাইতো অনেক ব্যস্ততার মাঝে থেকেও বন্ধ করেনি কাজ চলেছে সারারাত্রি।।
শেখ হাসিনা উন্নয়নের নেশায় থেকেও তার মেট্রো রেলের কাজের ছিল স্মরণ,
আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কন্যার উদ্বোধনের মাধ্যমে স্বপ্ন হলো পূরণ।।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে স্বাধীন করা দেশে মুক্তি যোদ্ধাদের টিকেট দিলেন ফ্রি,
আজকের মাননীয় প্রধানমন্ত্রী সারাবিশ্বকে দেখিয়ে দিলেন আমরাও পারি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী কন্যার আছে চ্যালেঞ্জ নেওয়ার অসাধারণ মন,
তাইতো মাননীয় প্রধানমন্ত্রী উত্তরায় করেন মেট্রো রেলের নাম ফলক উন্মচণ।।
মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস চিন্তাধারা তাই আজও একটাও করেনি ফেল,
আজ থেকেই ঢাকায় উন্নয়নের স্বপ্ন যাত্রায় চলছে অসাধারণ মেট্রোরেল।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর নৌকার এই পালে লাগলো উন্নয়নের হাওয়া,
জননেত্রী শেখহাসিনা পদ্মাসেতু মেট্রোরেল নির্মাণে সারাবিশ্ব দিচ্ছে বাহবা।।
তাই নিজের দেশের অর্থায়নে করেন কাজ পরনিন্দা কারীদের করেন বর্জন,
অসাধারণ পদ্মা সেতুর পরই বাংলাদেশের আর একটি মেট্রোরেল অর্জন।।
সারাবিশ্ব তাকিয়ে দেখছেএই বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন,
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালী কন্যার হাতেই আজ মেট্রো রেলের উদ্বোধন।।