কৃষিবিদ মজিবুর রহমান:
মূর্তির পদতলে পবিত্র কোরআন! বলে কি? পবিত্র কোরআনের অবমাননা- মোটেও হালকা বিষয় নয়। এই অবমাননা- যে বা যারাই করুক- প্লান করেই করেছে।
প্লানটা কি? প্লানটা- হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের ক্ষেপিয়ে তোলা। মুসলমানদের ক্ষেপিয়ে হিন্দুদের সাথে শান্তিপূর্ণ সহ-অবস্থান নস্যাৎ করা।
হিন্দু-মুসলিম বিদ্বেষ জিইয়ে তোলা-
বিভেদ চাঙ্গা করা- দাঙ্গা বাঁধিয়ে- দেশে অশান্তি সৃষ্টি করা। অশান্তি সৃষ্টি করে- সরকারকে বিব্রত করা। সরকারকে
বিব্রত করা মানে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলা।
এই কুপরিকল্পনা কে বা কারা করতে পারে? যে বা যারা এন্টি আওয়ামী লীগার-
সে বা তারা কোরআন অবমাননার এই জঘন্য কাজটি করেছে। এন্টি আওয়ামী লীগার কারা? এন্টি আওয়ামী লীগার বলতে মোটা দাগে- বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদেরই বুঝায়।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কারা? যারা একাত্তরের মুক্তিযুদ্ধে-পাকিসেনাদের সমর্থক- সহযোগী ছিলো- তারা। কারা পাকিসেনাদের সমর্থক-সহযোগী ছিলো?
প্রধানতঃ মুসলিম লীগ-জামায়াতে ইসলামিরা। মুসলিম লীগ-জামায়াতিরাই রাজাকার-আলবদর বাহিনী বানিয়ে-
পাকিসেনাদের সহযোগিতা করেছে।
তারাই পবিত্র ইসলাম ধর্মকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করেছে। সেই মুসলিম লীগারদের নিয়ে জিয়া গঠন করেছে বিএনপি। এবং বিএনপিকে
প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করে আসছে জামায়াতিরা। যারা জন্মলগ্ন থেকে- ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে-
তারা পবিত্র কোরআনের অপব্যবহার করতে কুণ্ঠিত হবে না- এটাইতো স্বাভাবিক। সুতরাং মূর্তির পদতলে পবিত্র কোরআন- এই দুস্কর্ম যে বা যারা ঘটিয়েছে-
সে বা তারা বিএনপি-জামায়াতের সমর্থক। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি ও দাঙ্গা লাগাতে- হয় সে নিজ বুদ্ধিতে অথবা দলীয় নেতাদের নির্দেশে-
কুমিল্লায় কোরআন অবমাননার ঐ দুস্কর্মটি করেছে- তাতে কোনো সন্দেহ নাই।
(ফেসবুক থেকে সংগৃহীত) লেখক : কৃষিবিদ মজিবুর রহমান, সভাপতি, বঙ্গবন্ধু স্টাডি মুভমেন্ট।