মোঃ ইব্রাহিম হোসেনঃ রোহিঙ্গা, করোনা, ক্যাসিন, ধর্ষণ, মাদকের সমাহার থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সরকারের আন্তরিকতা অভাব পরিহ্মিত হয় নাই। হয় নাই উন্নয়ন বাধাগ্রস্ত।
মুজিব জন্মশতবার্ষিকী মানব সেবার এ সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ছাড়া করেন নাই। রোহিঙ্গা পুর্ণবাসনে ভাসানচর (ঠেঙ্গার চর ) আজ বিশ্বে আলোচিত, আবাসন প্রকল্পের সমাহার ঘটেছে, মানবিক মানবতার উজ্জ্বল উদাহরন সৃষ্টি করেছে ভাসানচরে গৃহনির্মাণে।
রোহিঙ্গাজনগুষ্টির কর্মময় জীবন ধারনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। মৎস্য ও পশুপালনের মাধ্যমে, নিজেদের ভাগ্য পরিবর্তন ও বাংলাদেশকে পরিবর্তন এনে দিতে পারে ভাসানচর। দাতাগুষ্টির সদয় দৃষ্টির প্রয়োজন। করোনার ক্লান্তিকাল মুজিব সৈনিকরা যেভাবে মানুষের পাশে দারিয়েছে, বিশ্ব রাজনীতির ইতিহাসে নজিরবিহীন, মানব সেবার উজ্জ্বল উদাহরন বলতে আমার দ্বিধা নাই।
এত কষ্টের মাঝেও শেখ হাসিনা সরকার ক্যাসিনো মাদক বিস্তার প্রতিরোধে ভুমিকা পালন করছেন। ধর্ষণ ও ধর্ষকের ভুমিকাকে চিরতরে নির্মূলের জন্য প্রচলিত আইনকে পরিবর্তন এনেছেন। আইনের শাসন বাস্তবায়নের, আইনের লোকদের কে ও আইনের আওতায় এনেছেন। ছাড় দেওয়া হচ্ছে না নিজ দলের রথী মহারথীকে ও। বিপহ্ম আন্দোলন শ্রবন করছেন মানবিক দৃষ্টিকোন থেকে।
মুজিব জন্মশতবার্ষিকী পালনের সকল অর্থ মানব সেবার জন্য উৎসর্গ একমাত্র শেখ হাসিনাই করতে পেরেছেন মানবতার এই দৃষ্ঠান্ত। মানুষ মানুষের জন্য, সেবাও মানুষের জন্য। ইতিহাসের মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মানুষের জন্য এর চেয়ে ভালোভাবে মুজিব জন্মশতবার্ষিকী পালন আর হতে পারেনা।
লেখকঃ মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি