February 8, 2025, 12:02 am
শিরোনামঃ
বাউফলে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রাজধানী মোহাম্মদপুর ২৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিপিএফসি- ২০২৫ চ্যাম্পিয়ন হলো Xtreme Lungiz! আন্তর্জাতিক গণমাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর ভারতে বসে আ.লীগের সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়ায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব রাজধানী আদাবরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আর বাঁচানো গেলো না বসতঘরে দগ্ধ স্কুলছাত্র নিতুনকে নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ,পরে টেন্ডার বাক্স লুট ঝিনাইদহে বাম জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ঝিনাইদহে সিপিবি’র উদ্যোগে গণতন্ত্র অভিযাত্রা

মুক্ত মন ছাড়া, মুক্ত স্বাধীনতা উপভোগ করা যায় না শিক্ষা শুধু কাগজে-কলমে হয় না

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, December 4, 2021
  • 205 Time View
জনাব রবিউল আলমঃ
ডিসেম্বর বাঙালির জন্য আনন্দ বেদনার মাস, তিরিশ লক্ষ শহিদের রক্তের বিনিয়মে বাংলার স্বাধীনতার বার্তা দিয়ে ছিলো এই ডিসেম্বর। দেশে ও জাতির শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই ডিসেম্বর মাসে। সম্ভম হাড়া নারীদের কে উদ্ধার করা হয়ে ছিলো এই ডিসেম্বরে। মজিব জন্মশতবার্ষিকীর কায্যক্রম শেষ হবে এই ডিসেম্বরে। ডিসেম্বরকে সামনে রেখে আমাদেরকে অনেক কিছুই শিখার ছিলো। শিক্ষা শুধু কাগজে কলমে হয় না, জীবন থেকেও শিক্ষা নিতে হয়, দেশ ও জাতির জন্যে। পাকিস্তান বরবর জাতির উচ্চ শিক্ষিতরা বাংলা জমিনে পরিকল্পিত গনহত্যা করে, উচ্চ শিক্ষাকে কলংকৃত করেছেন। বাংলার একজন রিক্সা ওলার কাছে থেকেও শিখার আছে, নিতে পারেন উচ্চশিক্ষা অর্জনকারীরা। এই রিক্সা এই রিক্সা,এই রিক্সাওলা যাবে ? বিনয়ী রিক্সাওলা, কোথায় যাবেন স্যার। কাকে শিক্ষিত বলবেন ? স্বাধীনতার ৫০ বছর পরেও সামাজিকতা শিক্ষা দিচ্ছে, নিতে হচ্ছে শ্রমজীবীদের কাছ থেকে। ভারতে একজন সংসদ বলেছিলেন, সংসদ যদি উচ্চ শিক্ষিতদের চেয়ে, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের ধারা গঠিত করা যাইতো।তবে রাষ্ট্রীয় অনেক অপ্রয়োজনীয় খরব বাচানো যাইতো। মজিব জন্মশতবার্ষিকীতে, স্বাধীনতার রজ্জত জয়ন্তীতে আমাদের অর্জন কি শুধু ইট-পাথরের উন্নয়ন ? উন্নত দেশের মর্যাদা ? অর্থনীতির পাহাড় গড়ে,অস্ত্রের ভাষায় পৃথিবী অর্জন করতে পারেনি। বাংলাদেশ ও পারবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা: মানুষকে অর্জন করতে না পারলে। মুক্ত মন ছাড়া, মুক্ত স্বাধীনতাকে উপভোগ করা যাবে না। মুক্তিযুদ্ধকে অনুভব করতে না পারলে, শহিদ বুদ্ধিজীবীদের রক্তের মুল্য অনুধাবন করতে পারবেন না। যে-কারনে স্বাধীনতার ৫০ বছর পরেও আমার দেখা রায়ের বাজার বদ্ধভুমি এবং শহিদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা একটি বটগাছ অবৈধ দখলদার মুক্ত করে সংরক্ষণ করা যায় নাই। অক্ষর ও প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সম্বনয় মাধ্যমে, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে ব্যার্থ হলে, ইট-পাথরের উন্নয়ন স্থায়ী হবে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102