December 5, 2024, 10:01 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনা’র বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবেঃ নূরুন নবী ভোলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, November 3, 2024
  • 109 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন, বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নূরুন নবী ভোলা।

রবিবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে “বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার” পরিচালনা কমিটির উদ্যোগে ৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবসে স্মরণ সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুন নবী ভোলা বলেন, আমরা আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে থেকে অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের গনতন্ত্র, সুশাসন ও উন্নয়নের জন্য শেখ হাসিনা’র নেতৃত্ব অপরিহার্য।

নূরুন নবী ভোলা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা। পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্ট আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জাতির পিতার আত্মস্বীকৃত খুনি ও ৭১’র পরাজিত শক্তিরা সেই কারাগারের মধ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহাম্মেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন, “বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার” পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, রফিকুল ইসলাম মৃধা। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম লিটু।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস, গ্রাফিকস ডিজাইনার স্বপন ভৌমিক ও আওয়ামী লীগ নেতা কাজী ওয়াহেদুজ্জামান স্বপন। সভায় উপস্থিত সকলে ৩রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় ৪ নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সভার শেষে মিলাদ পড়ে ৭৫ এর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য ও জাতীয় ৪ নেতার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মনির হোসেন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102