খাস খবর বাংলাদেশ ডেস্কঃ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। সেনা নিয়ন্ত্রণের পর অং সান সু চিসহ দেশটির বেশিরভাগ আইনপ্রণেতাকে আটক করা হয়। এবার সু চির এক অস্ট্রেলীয় উপদেষ্টা ম্যাকায়োর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ান টার্নেলকে আটক করা হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি ২০২১ রোজ শনিবার সু চির অস্ট্রেলীয় উপদেষ্টাকে আটক করা হয়।
অধ্যাপক সিয়ান টার্নেল বলেন, এই মুহূর্তে আমি সম্ভবত আটক হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ তৈরি করা হবে। কী ঘটতে যাচ্ছে, তা আমার জানা নেই।
অধ্যাপক সিয়ান টার্নেল সু চির অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে একটি হোটেলের ভেতরে আটকে রাখা হয়েছে।