মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার এইচ.বি.আর.আই. বেলতলা মাঠ, কল্যানপুর, মিরপুরে, মিরপুর থানা কৃষক লীগের আয়োজনে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলনের উদ্ভোধন করা হয়।
মিরপুর থানা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম শাহ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ আসরাফ খান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্ভোধন করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি এ্যাড. এএফএম রেজাউল করিম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড শামিমা শাহরিয়ার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজম খান, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ নুরে আলম সিদ্দিকী হক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মুন্না এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা মোঃ হালিম খান।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ, মিরপুর থানা ও ওয়ার্ড কৃষক লীগ এবং মিরপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রমুখ।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে মিরপুর কৃষক লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সভাপতি হয়েছেন মোঃ আব্দুস সালাম শাহ আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আবুল কালাম।