মার্কিন নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই, যেদেশে জনগণের ভোটের কোনো সম্মান নাই
Reporter Name
Update Time :
Friday, November 6, 2020
132 Time View
রবিউল আলমঃ হিলারি কিলটন ১৭ লহ্ম ভোট বেশি পাওয়ার পরেও ট্রাম্পের কাছে ইলেক্টনিক ভোটে পরাজয় করার পর থেকে মার্কিন নির্বাচন নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই।
পৃথিবীর গনতন্ত্রের পুজারী মার্কিনিরা এ কোন গনতন্ত্র আমাদেরকে দেখিয়েছেন, ভাবলে গনতন্ত্রের উপর আস্তাহীন হয়ে পড়ি। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেন পরাজিত হলেও হোয়াইট হাউস ছাড়বেন না। নির্বাচন চলাকালীন সময় ভোট গননায় বাধা সৃষ্টি করা গনতন্ত্র হতে পারে না।
রেজাল্ট না হওয়া পর্যন্ত আইনের আশ্রয় নেওয়া গনতন্ত্র উপর শ্রদ্ধা প্রদর্শন আমি বলতে পারছি না। অনেক বুদ্ধিজীবী কথা আমাদেরকে মার্কিন সাম্রাজ্যের গনতন্ত্রের নমুনা দেখান। আমরা মিডিয়ার বদলৌতে এ বারের অ্যমেরিকার নির্বাচনের নমুনা দেখছি। নির্বাচনে জনগনের উপর আস্তা না রেখে চীন-রাশিয়ার সহায়তা কামনা গনতন্ত্র হতে পারেনা।
বিশ্বকে শাসন করার যোগ্যতা অর্জন করতে হলে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নিজ দেশের জনগনের উপর আস্তা ও বিশ্বাস আপনাকে নেতৃত্বের আসন গড়ে দিতে পারে। আমি মনে করি মার্কিনিরা সেই সম্মানের আসনটা হাত ছাড়া করে ফেলেছে ২০২০ এর নির্বাচনে। যে হারে নির্বাচনী সহিংসা রাজপথে প্রতিহিংসা আগুণ জ্বালিয়ে চলেছে, মনে হয় ভারত পাকিস্তান, বাংলাদেশের খালেদা জিয়ার জ্বালাও পোড়াও কেও হার মানাবে।
মার্কিন নির্বাচন নিয়ে আমাদেরকে উপদেশ দাতারা কি বলবেন জানিনা। কি যুক্তি দিয়ে আবার বাংলাদেশকে গনতন্ত্রের উপদেশ দিবেন বুঝতে পারছিনা। কবে মার্কিন নির্বাচনের ফল ঘোষণা করা হবে, আমি কেনো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনও বলতে পারবেন কিনা জানিনা। এরি নাম বিশ্বের উল্লেখযোগ্য গনতন্ত্র হলে, আমি বলবো এই গনতন্ত্র আমরা চাইনা।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।