পুলিশ ছাড়া সমাজ, রাষ্ট্র ও সুন্দর সুশৃঙ্খল জীবন আপনি আশা করতে পারেন না। পুলিশের কর্মময় জীবন অতন্ত্য ঝুকিপূর্ণ, অমানবিক ও বলতে পারেন হ্মেত্রবিশেষ। দৌড়গম পাহাড়, নদী খাল বিলের কাঁদায়, অন্দ্রকার নির্জনে থেকেও দুরদোশ্য ভংকর আসামীকে আইনের আওতায় আনতে হয়। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদে রাখার জন্য পুলিশ অপরিহার্য। জনগণের অর্থে প্রজাতন্ত্রের কর্মচারী পুলিশ কেনো অমানবিক হচ্ছেন।
ওসি প্রদীপ কি পুলিশের জন্য কোনো বার্তা দিতে পারেন নাই ? ঘরের বৌ পলাইছে, শশুর খবর নেয় না। মা বাবা বন্ধু মহলকে খবর নিতে দেয় না। কার জন্য এতো অর্থের প্রয়োজন ছিলো। সাহেদ, সাবরিনাদের দেখেও কি আপনারা সজাগ হতে পারলেন না ? ওসি পদীপ সহ নষ্ট পুলিশ রাষ্ট্র, জনগণ ও সরকারের জন্য ব্যাদনার কারন হয়ে পরেছে।
আপনাদের শশুর বাড়ীর নামে অবৈধ টাকাতো জমা হয়েছে, আদরের আপ্যায়নের কি ব্যবস্থা হয়েছে ? আপ্যায়নতো সেই জনগণের অর্থেই হয় জেলখানাতে, যে জনগণের উপর আপনাদের জুলুম অত্যাচার সীমাহীন। প্রয়োজন হতো না, জেলখানায় অবস্থান হতো না জনগণ, দেশ ও সরকারের সাথে নিমক হারামি না করলে।
সিলেটের হত্যাকাণ্ডের পরে পুলিশ নিয়ে আর কিছু লেখতে ইচ্ছে হচ্ছে না। এই পুলিশ করোনায় নিজেদের জীবন উৎসর্গ করে জনজীবন সচল রাখার চেষ্টা করেছে, কত বড় বড় দাগী আসামীকে আইনের আওতায় এনে সমাজকে কলংক মুক্ত করেছে, দেশের স্বাধীনতা সংগ্রামে রাজারবাগের পুলিশ বাহিনী প্রথম বুক পেতে পাকিস্তান হানাদার বাহিনীর বুলেট গ্রহন করেছে জাতির জন্য, হিসেব কে রেখেছে ? পুলিশের এতো অর্জন সব কি ওসি প্রদীপদের মত নষ্ট পুলিশদের জন্য বিনষ্ট হবে ? মানুষ থেকে পুলিশতো হয়, পুলিশ থেকে কিছু অমানুষের জন্ম হয়।
দেশ জাতির জন্য অপরিহার্য পুলিশ কেনো একের পর এক নষ্ট হয় ? কবি বলতে পারেন, আপনার কবিতার ভাষায়। বলতে পারনে শেখ হাসিনার মানুষের জন্য বসবাসের উপযোগী গৃহ পুনর্বাসনকে কি ভাবে সফল করা যায় ? কি করে বাংলাদেশকে নষ্ট মানুষ থেকে মুক্ত করা যায়। কবি নিরব থাকলে কি হয়, উত্তর আপনাকে দিতেই হবে এই দেশটা নষ্ট হওয়ার আগে, শেখ হাসিনা থাকতে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।