মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত মানবতা। তার মধ্যেও মানুষের সেবায় প্রতিদিন নিরলসভাবে কাজ কাজ করে যাচ্ছে বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)।
১৫ জুলাই ২০২১ রোজ বৃহস্পতিবার বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)ঢাকা বিভাগের অফিসে সরোজমিনে গিয়ে দেখা গেছে মানুষের সেবায় নিয়োজিত আছেন্, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)ঢাকা বিভাগের সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক এবং রাজধানী মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি, ২৯ নং ওয়ার্ড বাসীর অহংকার, রাজপথের প্রতিবাদী সৈনিক, গরীব-দুঃখী-মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, রাজপথের লড়াকু সৈনিক, সৎ স্বচ্ছ রাজনীতির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আনুগত্যের নির্ভিক নেতা মোঃ জয়নাল আবেদীন চৌধুরী, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের সহ-সভাপতি ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মদ দিলু, বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) এর ঢাকা বিভাগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজউদ্দিন খান (সম্ভু), বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV)আদাবর থানার সভাপতি মোঃ আবদুর রব হাওলাদার এবং সাধারণ সম্পাদক আমিনা বেগম তামান্না সহ প্রমুখ।
বর্তমান বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) কাজ বাংলাদেশ তথা বিশ্বের অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত, অসহায় মানুষদের অধিকার প্রতিষ্ঠায়, সুরক্ষা ও বাস্তবায়নে–তদন্ত, অনুসন্ধান, তথ্যানুসন্ধান, মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন, সংরক্ষণ, আইনী পরামর্শ (লিগ্যাল এইড/এ্যাকশন) ও সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আরও ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বহুবিধ কার্যক্রম যেমন-মাদকমুক্ত সমাজগঠন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা, গুণীজন সংবর্ধনা, স্বাস্থ্য, স্যানিটেশন, ও সমর্থন আদায় সহ অন্যান্য মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য বিশ্ব মানবাধিকার ভিশন (WHRV) নিরালসভাবে কাজ করে যাচ্চে।