মোঃ ইব্রাহিম হোসেনঃ আমাদের অনেকেরই ধারণা, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। এ কারণে আমরা ইসলামকে শুধু ব্যক্তি জীবনে ও মসজিদ কেন্দ্রিক আবদ্ধ করে রাখতেই পছন্দ করি। কিন্তু মহান আল্লাহ আমাদের সব কাজকেই ইবাদতের অন্তর্ভুক্ত করবেন। যদি তা হয় কোরআন-হাদিসের দেখানো পথ অনুসরণ করে।
মানবতার কল্যাণে আত্মনিয়োগ করাও অনেক বড় ইবাদত। আলেম, শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী, যে যাই হই না কেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করা অপরিহার্য। কারণ আমাদের সৃষ্টিই করা হয়েছে জাতির কল্যাণে।
তেমনি ভাবে কোরআন ও হাদিসের আলোকে গাজীপুর জেলা টুঙ্গি স্টেশন বৌবাজারের মোঃ জুয়েল মিয়া একজন প্রবাসী ইন্টারন্যাশনাল ব্যাবসায়ী। দীর্ঘদিন যাবৎ তিনি গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তিনি অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন।
এ সময় মোঃ জুয়েল মিয়া বলেন, আমি সবসময় মানুষের কল্যাণেই কাজ করছি। এছাড়াও আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।
এব্যাপারে এলাকার জনগণ বলেন, মোঃ জুয়েল মিয়া দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। আমরা অতীতে তাঁর সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।