খাস খবর বাংলাদেশঃ আমাদের অনেকেরই ধারণা, ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। এ কারণে আমরা ইসলামকে শুধু ব্যক্তি জীবনে ও মসজিদ কেন্দ্রিক আবদ্ধ করে রাখতেই পছন্দ করি। কিন্তু মহান আল্লাহ আমাদের সব কাজকেই ইবাদতের অন্তর্ভুক্ত করবেন। যদি তা হয় কোরআন-হাদিসের দেখানো পথ অনুসরণ করে।
মানবতার কল্যাণে আত্মনিয়োগ করাও অনেক বড় ইবাদত। আলেম, শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী, যে যাই হই না কেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করা অপরিহার্য। কারণ আমাদের সৃষ্টিই করা হয়েছে জাতির কল্যাণে।
তেমনি ভাবে কোরআন ও হাদিসের আলোকে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও আগামী কাউন্সিলে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) দীর্ঘদিন যাবৎ দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে চলছেন।
তিনি অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন। দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই ঢাকা মহানগর-উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, সহ-সভাপতি ও ঢাকা-১৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ সাদেক খান এর অনুমতিক্রমে দলের পক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
এছাড়াও ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করেছেন।
দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ছাড়াও প্রতিদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে সকাল থেকে রাত্র পর্যন্ত শত শত ফকিরকে সাহায্য দিয়ে যাচ্ছে।
মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) এর ব্যবসা প্রতিষ্টান থেকে ফকির গুলি সাহায্য নিয়ে চলে যাচ্ছে।
খাস খবর পত্রিকার সাথে আলাপকালে মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) বলেন, আমি সব সময় মানুষের কল্যাণেই কাজ করছি। এছাড়াও আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি বলেন, ধন-সম্পদের প্রকৃত মালিক আল্লাহ তা’আলা। তিনি যাকে ইচ্ছা উহা প্রদান করে থাকেন। এজন্য এ সম্পদ অর্জন ও ব্যয়ের ক্ষেত্রে তাঁর বিধি-নিষেধ মেনে চলা আবশ্যক। সৎ পন্থায় সম্পদ উপার্জন ও সৎ পথে উহা ব্যয় করা হলেই তার হিসাব প্রদান করা সহজ হবে। কিয়ামতের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোন মানুষ সামনে যেতে পারবে না, তম্মধ্যে দু’টি প্রশ্নই ধন-সম্পদ বিষয়ক। প্রশ্ন করা হবে, কোন পথে সম্পদ উপার্জন করেছ এবং কোন পথে উহা ব্যয় করেছ।
সন্দেহ নেই ধন-সম্পদ নিজের আরাম-আয়েশ এবং পরিবারের ভরণ-পোষণের ক্ষেত্রে ব্যয় করার অনুমতি ইসলামে আছে এবং অনাগত সন্তানদের জন্য সঞ্চিত করে রাখাও পাপের কিছু নয়। কিন্তু পাপ ও অন্যায় হচ্ছে, সম্পদে গরীব-দুঃখীর হক আদায় না করা। অভাবী মানুষের দুঃখ দূর করার প্রতি ভ্রুক্ষেপ না করা। আমি যতদিন বেঁচে থাকবো এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে যাবো।এজন্য আমি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।
এব্যাপারে এলাকার জনগণ বলেন, মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার) দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। আমরা অতীতে তাঁর সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।