খাস খবর বাংলাদেশঃ ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেছেন, যারা মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত এখন ও সময় আছে ৭দিনের মধ্যে নিজেদের বদলে ফেলুন। সাবধান হয়ে যান। ১৮ আসনে মাদক ব্যবসা চলবে না।
এসময় মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ ২১ ডিসেম্বর ২০২০ রোজ সোমবার রাজধানীর তুরাগের বাউনিয়া একতা কল্যান সমিতির উদ্যোগে শহর আলী মাদবর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খেলার আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন বাউনিয়া একতা কল্যান সমিতির সভাপতি ও তুরাগ থানা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলাম।
উদ্ভোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ ফরিদ আহমেদ, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী আবুল হোসেন মাষ্টার।
এছাড়ও এসময় উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, মো: সুরুজ আলী মাতবরসহ অন্যান্য নেতাকর্মীরা।