March 22, 2025, 9:46 am
শিরোনামঃ
রাজধানী মোহাম্মদপুর থানা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা রোগ মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না: হাসনাত আবদুল্লাহ বরিশাল বিভাগ ফোরামের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ রাজধানী মোহাম্মদপুরে রোজাদারদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ তৃতীয় বারের মতো ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান আদাবর থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ রাজধানী মিরপুরে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শাড়ী ও লুঙ্গি বিতরণ

মাটির সাথে সম্পর্কহীন,বিএনপি বিহীন নৌকার হলো তৃতীয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Tuesday, January 9, 2024
  • 115 Time View
আওয়ামীলীগ পরাজিত করতে পারে আওয়ামীলীগ, প্রমান করেছে ২০২৪ এর নির্বাচন। মনোনয়ন বোর্ডের মনোনীত অনেক হেভিওয়েট প্রার্থী নৌকা কে তিন নম্বর অবস্থান এনে দিয়েছে। প্রতিদন্ধিতাহীন কয়েকজন হেভিওয়েট পুলসেরাত পার হয়েছে,শেখ হাসিনার অর্জনের উপর নির্ভর করে, কিছু ভদ্রলোক সংসদ সদস্য প্রতিদন্ধিতা করেন নাই বলে। মাটির সাথে সম্পর্কহীন নেতাদের আওয়ামীলীগের মনোনয়ন কতোটা প্রশ্নবিদ্ধ ছিলো, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, জয়া সেন গুপ্তারা প্রমান করেছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না কেনো ? নেতাকর্মী জেলে রেখে রাজনৈতিক শূন্যতায়, রেলগাড়ীতে আগুন দিয়ে আত্নহত্যার পথে,আন্তর্জাতিক অপরাধ জগতে। অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, বিএনপি জামাত কে। আপনার রাজনৈতিক ভুল সংশোধন করতে হয় জনগণকে,সেই সুযোগ কেনো দেওয়া হলো না ? জনগণের উপর আস্তা রাখলো না। হিরো আলমকে জনগণ জবাব দিয়েছে। আশাকরি সংশোধন করে নিবেন,জনগণের সাথে তামাশা চলে না। বাঙালি জাতি কারো তামাশার পাত্র হতে পারে না।
জাতীয় পার্টি ইতিমধ্যে ওরা ১১ জন হয়েছেন, নৌকায় চরে। ফরিদপুরে নৌকার পরাজয়, বগুরায় নৌকার জয় জনগণের বিচক্ষণতার পরিচয় বহন করে। চাইলেই এই দেশের জনগণ কলাগাছে ভোট দিতে পারে না।জনগণ জনপ্রতিনিধি বেছে নিবেন তাকেই, যিনি দীর্ঘদিন জনগনকে সঙ্গ দিবেন।জনগণের সুখেদুখে পাশে থাকবেন। ক্ষমতার জন্য কিশোর গাং, মাদক কারবারী, ভূমিদস্যু লালনপালন কারীদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে,জনগণ কখনো ভুল করে না। ধন্যবাদ দিতেই হবে নির্বাচন কমিশনকে। এতোটা বিতর্কের মাঝে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে নির্বাচন উপহার দেওয়ার জন্য। জনগণ ভোট দিতে আসে না ? এই কথার ভুল প্রমান করেছেন। ভোটের প্রয়োজন কোথায় ? জনগন সেখানেই হাজির হয়েছেন ভোট নিয়ে।
চেয়ারম্যানের কাছে মন্ত্রীর, ফুটবলারের কাছে শিল্পীর, মিছকিনের কাছে পুঁজিপতির পরাজয়ের নাম নির্বাচন। গনতন্ত্রে জনগণ রাষ্ট্রের মালিক, ভোটের প্রয়োজনে তৃতীয়লিঙ্গ বেছে নিতে পারে।ভোটের সংখ্যা কম হলেও, অহংকারীদের পতনের লক্ষ্যে।অনেক নক্ষত্রের পতন হয়েছে, কিছু নক্ষত্র প্রতিদন্ধিতা ছাড়া আত্নরক্ষা করতে পেরেছেন। আত্মতুষ্টির জন্য চাটুকার মুক্ত হতে হতে পারবে তো ? জনগণের সেবার জন্য। পুর্বের ভুল থেকে শিক্ষা নিতে হবে,নেতৃত্বের জন্য সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে, যারা আপনাকে ভুলপথ দেখাবে না। না-হয় আম খাওয়ার আগে ছালা বাধতে হবে।মাসরাফি ও সুমনরা উদাহরণ হতে পারে।মাটির সাথে সম্পর্কহীন দের মনোনয়ন দিলে,ডাঃ এনামুর রহমানের মতো হতে হবে, সৎলোক ভদ্রলোকরা শুধু আদর্শের মাধ্যমে ভোট আদায় করতে পারবেন না। অদৃশ্য শক্তি আপনার প্রতিপক্ষ।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাস খবর বাংলাদেশ পত্রিকার সম্মানিত উপদেষ্টা মন্ডলী জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102