মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত মুক্তিযোদ্ধার সন্তান রবিউল বিশ্বাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজে বেতবাড়িয়া গ্রামে রবিউলের বাড়িতে গিয়ে নিহত রবিউলের স্ত্রী শাবানা আক্তারের হাতে এ অর্থ তুলে দেন। এসময় স্থানীয় কৃষক লীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হক বলেন, রবিউল একজন মুক্তিযোদ্ধার সন্তান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন রবিউল। তার আত্মত্যাগ বৃথা যেতে পারেনা। একজন কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছে। তার অবুঝ তিনটি সন্তান বাবা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় তার পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে করি । একারণেই কিছু আর্থিক সহযোগিতা করেছি। রবিউল হত্যার সুষ্ঠু তদন্ত হবে। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটাই সবার চাওয়া।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট গভীর রাতে একদল দুর্বৃত্ত রবিউলকে বিলের পানিতে চুবিয়ে নির্মমভাবে হত্যা করে। এঘটনায় কালুখালী থানা ও রাজবাড়ীর আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ ইউসুফ মেম্বারের দুই ছেলেসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।