ময়লা এখন আদালতে, কর্পোরেশন দাতা, কাউন্সিলররা মাসিক চায়,হায়রে বিধাতা
Reporter Name
Update Time :
Tuesday, March 14, 2023
66 Time View
কর্পোরেশনের ব্যর্থতায় বাড়ীর মালিক সমিতির মাধ্যমে ময়লাকে আপন ঠিকানা ডাস্টবিনের পৌচিয়ে দেওয়া হতো।অনেক স্থানে পরিছন্ন্য কর্মীকে ২০-৪০ টাকায়, কর্পোরেশনের ট্যাক্সের কর্তন হয় নাই। জনগণের অধিকার নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই।গরুর হাটের কোরবানি খাজনা শতকরা ৫%, স্বাস্থ্য সম্মত মাংসের জন্য জবাই খানা, বেটেরিনি সার্ভিস নেই। নির্বাচনী অঙ্গিকারের মশা, যানজট, পানি নিষ্কাশনের ঢাকা নাকাল হলেও শেখ হাসিনার সরকারের উন্নয়নে চোখ বন্ধ।
ময়লাকে ইজারা দিতে হবে, কাউন্সিলরের অনুমতি নিতে হবে, আদালতে যাইতে হয়েছে। প্রথম আলোর তথ্যমতে কাউন্সিলর টেন্ডারের জন্য ১২ লক্ষ, মাসিক ৬ লক্ষ টাকা দাবী করেছেন। ময়লা সংগ্রহকারী নিরুপায় হয়ে আদালতে যাইতে হয়েছে, তার বক্তব্য মাসিক ৬ লক্ষ টাকা পরিশোধ করতে হলে ৪-৫ শ টাকা ময়লার জন্য আদায় করতে হবে। এই দুই-চারজন কাউন্সিলর ও কর্পোরেশনের ময়লার ইজারার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ঢাকার স্বপ্ন বাধাগ্রস্থ হবে। ওয়ারিশ সাটিফিকেট, জন্ম নিবন্ধন, বয়স্ক বিধবা ভাতা, ফুটপাতের চাঁদা,রেশন কার্ডের জন্য আলাদা রেট আছে, অনেক কাউন্সিলরের। ইতিমধ্যে মহিলা ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে না, দলের সভাপতি/সাধারণ সম্পাদক হতে পারবেন না,একের জন্য একাধিক শাস্তি।এই কলংক অর্জনকারী কাউন্সিলর, চেয়ারম্যান হয়তো জনগণের সামনে মুখ দেখাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কুলাংগাদের মুখ দেখতে চাইবেন না। মহামান্য আদালতের সময় নষ্ট। এমনিতেই মাদক, সন্ত্রাস, হত্যা গুম, দুর্নীতি থেকে নির্বাচন, রাষ্ট্রের প্রতিটি বিমতে আদালতের আশ্রয় নিতে হয়।
আদালতকে দেখতে হবে, কর্পোরেশনের ট্যাক্স আদায় করার পরে ময়লার জন্য আলাদা ইজারা কেনো ?
কাউন্সিলরদের বেতন ভাতা,সুযোগ সুবিধার পরে, জমি ফ্লাট দখল, বিচারের নামে প্রহশোন ময়লার টাকার ভাগবাটোয়ারা কেনো ? স্ত্রী, মেয়ে ও জামাই এর নামে ময়লার টেন্ডার।দুই চারজন কাউন্সিলরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মেয়র, দল ও সরকার বিব্রত। জেলখানায় কী জায়গা কম ? এমপি মন্ত্রী, মেয়র ক্যাসিনো সম্রাটরা জেলখানা ঘুরে এসেছে। একজন কাউন্সিলর কে বন্দী না করলে, জবাবদিহিতা ফিরে আসবে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।