প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা দেখালেন নানক ভাইকে অপূর্ব চমক,
১৩ আসনের মন্ত্রী হয়ে দোয়া চেয়ে নিলেন জাহাঙ্গীর কবির নানক।।
অসাধারণ নানক ভাইয়ের ঐ নেতৃত্বে লক্ষ মানুষ সাথে থাকতে চায়,
ঢাকা ১৩ আসনটি তিনি হাজারও মানুষের ভালোবাসায় ফিরে পায়।।
অপূর্ব দিনটিতে লক্ষ মানুষকে সাক্ষী রেখে উন্নয়নের শপথ নিয়ে ছিলেন,
তাইতো প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ পালন করে মন্ত্রীত্বের পুরস্কার পেলেন।।
সারাবিশ্ববাসী বাহবা দিচ্ছে জয়ের ধ্বনিতে উন্নয়নের ধারা হবেনা শেষ,
জয় বাংলা জয় বঙ্গবন্ধুর শ্লোগানে মুখরিত আজ অসাধারণ বাংলাদেশ।।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার কারো সাথে নেই অহমিকা,
স্মার্ট এই বাংলাদেশ গড়তে নানক ভাইয়ের আছে অসাধারণ ভূমিকা।।
ঢাকার ১৩ আসনের প্রিয় নেতা উন্নয়নের করেন অনেক কিছু আশা,
অসাধারণ দিনটিতে এসে কমেনি এক চুল নানক ভাইয়ের ভালোবাসা।।
যিনি মনের গহীনে অপূর্ব সুন্দর দেশ গড়ার স্বপ্ন করছিলেন লালন,
প্রধানমন্ত্রীর ডাকে সারাদিয়ে দেশের ক্রান্তি কালে দায়িত্ব করেন পালন।।
আমাদের সাথে নিয়েই দিবানিশি ঘুরেছেন গনমানুষের দ্বারে দ্বারে,
সেই মানুষটি আবারও এনেদিল মন্ত্রীত্বের সন্মান প্রতিটি ঘরে ঘরে।।