খাস খবর বাংলাদেশ নিউজ ডেস্কঃ সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন,
কি হচ্ছে ঢাকার রাজপথে ! এভাবে চললে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি নতুন সরকারের জন্য কতোটা বিব্রতকর হবে তা আজ নিজের চোখে না দেখলে আন্দাজ করতে পারতাম না।
সকালে আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে গেলো। গাড়িতে করে পপুলারে নিয়ে যাচ্ছিলাম। ঢাকা কলেজের সামনে ১০/১২ জন্য তরুণ গাড়ি থামালো। কাগজ পত্র দেখলো। তারপর ছাড়লো। কয়েক গজ এগুতে আরেক গ্রুপ গাড়ি থামালো এবং সব কিছু দেখে এক খানা পাস ইস্যু করলো।
সিটি কলেজর সামনে আবার থামালো। পাস দেখিয়ে রক্ষা। গাড়িতে মেয়ে ব্যাথায় কাঁদছে আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। হাসপাতাল থেকে ফেরার পথে একই ঘটনা। বাসায় মেয়েকে রেখে মসজিদে এলাম এবং পথে একই বাধা…
রাস্তা পার হওয়ার সময় পাবলিকের বিরক্তি, রিক্সাওয়ালা, ড্রাইভার সহ আম জনতার কথা শুনলাম। যে ভাষায় গালি দিচ্ছিলো তার কথা আর কি বলবো… কারন আমিও তো গত ১৫ বছর ধরে লড়াই করে আজকের দিনটিকে টেনে এনেছি।
উল্লেখ্যঃ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাম মাওলা রনি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে তিনি পরাজিত হন। কয়েক বছর ধরে টেলিভিশন টক শোতে অনেকটা নিয়মিত মুখ হয়ে ওঠা গোলাম মাওলা রনি বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করে আসছেন।