মোঃ ইব্রাহিম হোসেনঃ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এদিকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ পৃথক বার্তায় এ দুজনকে গ্রেপ্তারের কথা জানালেও বিস্তারিত তথ্য দেয়নি।
তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির যে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগর এ সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব পান কৃষিবিদ সমীর চন্দ।