মজিব জন্মশতবার্ষিকীর অঙ্গিকার, ভারত হবে বন্ধুত্বের দাবীদার
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Friday, December 17, 2021
154 Time View
জনাব রবিউল আলমঃ
বিজয়ের আনন্দ মনের খোরাক যোগায়, প্রয়োজনের তাগিদে জীবনকে কঠিন বানায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, বাংলার উন্নয়ন, বাঙালির স্বাধীনচেতা মনে আঘাত আর কতকাল সইতে হবে ? ভারতকে বুঝতে হবে। মাননীয় ইন্দিরা গান্ধী সম্পর্কের যে শুভ সুচনা করেছিলেন, বর্তমান সরকারের সীমান্ত হত্যা ও গঙ্গার জলে সবকিছু ভাসিয়ে নিয়ে চলেছে। রাজনীতির শেষ কথা নাই, তার জন্যই চীনের মতো পাকিস্তান পন্থীর সহায়তাও আমাদেরকে গ্রহন করতে হচ্ছে। আমেরিকার ডেমোক্রেটিকরা স্বাধীনতার সমর্থক ছিলেন, এখন বৈরী আচরন করছেন। রাশিয়ার বন্ধুত্ব অস্বীকার করা যাবে না। ভারত অর্থ বিজেপি বুজায় না। তিস্তার পানি নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতি, আমরা কেউ আশা করিনা। রক্ত দিয়ে নাম লেখেছি, সীমান্ত হত্যায় আর রক্ত দিতে চাই না। শুভ বুদ্ধির উদয় হউক মোদির। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতার বিজয় হউক, মজিব জন্মশতবার্ষিকীতে এর বেশী চাইনা।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।