জনাব রবিউল আলমঃ বসুর হাট পৌরসভার নির্বাচন নতুন ইতিহাস রচনা করলেন শতস্ফুর্ত ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়ে। শেখ হাসিনার উপর দায়ীত্ব দিয়ে নিশ্চিতে ঘুমিয়ের থাকা জাতিকে জাগিয়ে তুললেন আব্দুল কাদের মির্জা। ভোটারের উপর আস্তা ও বিশ্বাসের জায়গাটা পরিস্কার করেছিলেন অনেক কথার মাধ্যমে। সব কথা আমাদের ভালো না লাগলেও ভোটারকে জাগিয়ে তুলার জন্য, বিএনপি-জামাতকে বুজিয়ে দেওয়ার জন্য, ভোটারকে ভোট কেন্দ্র ফিরিয়ে আনার জন্য আব্দুল কাদের মির্জা যা কিছু বলেছেন, তার প্রয়োজন ছিলো। ভোটে সিল মারা, রাতে বাক্স ভরে দেওয়া, বিপুল ভোটের ব্যবদানে আওয়ামীলীগ প্রার্থীর জয় লাভ জনমনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছিলো। বসুর হাট পৌরসভার নির্বাচন প্রমান করতে সহ্মম হলো শেখ হাসিনার নৌকার জন্য সিল মারার প্রয়োজন নাই জনগণের মনের মাঝে উন্নয়নের ছুয়া লেগেছে। আওয়ামীলীগ সরকারের প্রয়োজন এখনো ফুরিয়ে যায় নাই। বিএনপি-জামাতের সাংগঠনিক ব্যার্থতা তলানীতে পৌচিয়েছে। সন্ত্রাস ও সন্ত্রাসীদেরকে জনগণ পছন্দ করেন না। অতিউৎসাহী নব্ব আওয়ামীলীগ প্রতিরোধের সময় এসেছে, আব্দুল কাদের মির্জা দলের চোখ খুলতে পেরেছে বলেই আমি মনে করি। ভদ্রলোকের রাজনীতি ফিরিয়ে আনার জন্য জনগণের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেলো বসুর হাট পৌরসভার নির্বাচনে, আমি তাকে নতুন ইতিহাসই বলতে চাই। ধন্যবাদ দিতে চাই বিএনপির প্রার্থীকে মার্জিদ যথাপুযুক্ত কথা বলার জন্য। বিএনপির রাজনৈতিক গদবাধা কথার কথা থেকে বেরিয়ে আসার জন্য। বসুর হাটের নির্বাচনে থেকে আওয়ামীলীগ বিএনপি জামাত, এমনকি আমরিকার ট্রাম্পের দুই মেয়র প্রার্থীর নির্বাচনী ভাষা থেকে শিহ্মা নিতে পারেন।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।