জনাব রবিউল আলমঃ মায়ের ভাষায় কথা বলার জন্য এই পৃথিবীতে জীবন দান করেছে একমাত্র বাঙালি জাতি। স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা বাংলা আন্তর্জাতিক ভাষা দিবশের। ভাষা নিয়ে গান কবিতা, সাহিত্য সংস্কৃতির মিলন মেলায় বাঙালি মেতে আছেন হৃদয়ের আবেগ অনুভূতির সংমিশ্রণে। শ্রদ্ধা ভক্তি নিয়ে শহিদদের স্মরণ করার জন্য একসাথে জেগে উঠে বিশ্বের সকল বাঙালি, সঙ্গীহন সকল জাতিগোষ্ঠী। অনুধাবন করেন মাতৃভাষার গুরুত্ব। যে কবিতায় ও গানে রক্তে শিহরন উঠে, আবেগে আসে চোখের জল: অনুভূতিতে, আত্নমর্যাদায় অহংকার করার মতো একটি জাতি সত্যা খুঁজে পাই। আমার অহংকার, আমার জাতির পরিচয় বহন করে আমার ভাষা। আমরা এখন ভাষাকে রাজনীতির হাতিয়ার, রাজনৈতিক বিতর্কের বিষয় করে নিয়েছি। সারাবিশ্ব বাঙালির বাংলা ভাষার জন্য মাতৃভাষার সন্ধান পেয়েছে, গুরুত্ব অনুধাবন করছে। কিছু কুলাংগার বাঙালি, কুলাংগার আলেম ও রাজনৈতিকরা ভাষা নিয়ে, ভাষা দিবশ নিয়ে রাজনীতি করেই চলেছে। আমরা কি একটি বিষয় নিয়ে, একটি দিনের জন্যে, মাতৃভাষার জন্যে একসাথে গাইতে পারিনা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।দেশকে, জাতিসত্তাকে অনুধাবন করতে না পারলে আপনাদের রাজনীতির দর্শন আমরা গ্রহন করবো কীভাবে। ভাষা নিয়ে যারা রাজনীতি করতে চান, তাঁদেরকে নতুন করে ভাবতে হবে।ভাষার জন্য জাতীয় ঐক্য, রাজনীতির জন্য মতপ্রার্থক্য হতেই পারে। দেশপ্রেম ইমানের অঙ্গ।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।