জনাব রবিউল আলমঃ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী বয়ান ছিলো কৌতুক যুক্ত। কোরআনে তাফছিল সম্পর্কে বলার সময়, মানুষের হাস্যরস সৃষ্টি লহ্মে কিছু কথা বলেছিলেন, মাইয়াডারে বিয়া দিমু অনেক কাছে ভালো মানুষদের সন্ধান চাইলাম। আমার এক মুর্ব্বি নিকট আত্নিয়ের পরামর্শে এক মাওলানার সাথে বিয়ে দিলাম। দুই বছর পরে মেয়ের বাড়ীতে বেরাতে গিয়েছিলাম। মেয়ে আমার কোলে একজন শিশুকে দিয়ে হাসতে হাসতে বললো তোমার নাতি। মনকে বললাম মাওলানার ঘরের পোলাপান হয়। ভালো মানুষ বলতে পারমু কাকে ? আজ যখন দেখছি দুনিয়ার সব হারাম খেয়ে, হারাম ভোগ করে একদল মাওলানা ভাস্কর্য নিয়ে মেতে আছে। তখন আমার মনে প্রশ্নে জাগতেই পারে। মনে হতেই পারে হাবিবুর রহমান যুক্তিবাদী সেই ওয়াজের কথা।ব্যাংকে সুদ বন্ধ করার কথা নাই, কোন টাকায় ওয়াজের ব্যবস্তা করা হয়েছে, জানার প্রয়োজন নাই। বিশ্ব ব্যাপি ভাস্কর্য নিয়ে কোন প্রতিবাদ নাই। বিশ্ব বিহ্মাত আলেম মাওলানা রুমী ভাস্কর্য নিয়ে বিশ্ব আলেমদের কোনো মাথা ব্যাথা নাই। বাংলাদেশের কিছু আলেম নামধারী আলেমের জাতির জনকের ভাস্কর্য নিয়ে ঘুম নাই। আমাদের জনমতের কিছুটা হলেও বিব্রান্ত সৃষ্টি হয়েছে।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।