মোঃ ইব্রাহিম হোসেনঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকালে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন। সম্মেলনের প্রথম পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বুড়াইচ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ জামাল হোসেন মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ ও বিশেষ বক্তা ছিলেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম।
বুড়াইচ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোনায়েম খান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শরীফ শাহিনুর আলম, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা, মো. ইয়াসিন মাস্টার, টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নুর নবী মিয়া, গোপালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম নুরআলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এস্কেন্দার হোসেনকে সভাপতি ও ইউপি সদস্য লিটন বিশ্বাসকে (মনিরুজ্জামান) সাধারণ সম্পাদক নির্বাচিত করে বুড়াইচ ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।