জনাব রবিউল আলমঃ অজানা এক আনন্দ অনুভব থেকেই বুকটা দপ দপ করে উঠে পদ্মাসেতুর এক একটি স্পেন উঠার সাথে সাথে। ভাবতে কি আনন্দ লাগছে, ৩৭ তম স্পেন উঠে গেছে, বাকী ৪, এই বুজি আমরা পার হচ্ছি, অনুভুতি জাগে মনে।
নিজস্ব অর্থায়নে এই বিহৎ প্রকল্পের ইতিহাস কি আছে, শেখ হাসিনা বিহনে ? স্বপ্ন দেখছিনাতো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও স্টিম জেনারেটর এখন ঈশ্বরদীর পাকশির নৌবন্দরে। মিরসরাইয়ে গড়ে উঠছে দেশের বিহৎ অর্থনৈতিক অঞ্চল, পায়রা ও মাদার বাড়ী গভীর সমুদ্র বন্দর, পুর্বাঞ্চলে ১১১ তলা ভবন সহ নতুন শহর।
মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হলে ঢাকার রূপ কি ধারন করবে, ভাবনার বিষয়টা স্বপ্নই মনে হয়। নিজের হাতে চিমটি কেটে দেখতে হয়, আমি কি আমিই আছি ? শেখ হাসিনা কি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, নাকি বাস্তব হতে চলেছে বাঙালির কল্পনাকে হাড়মানিয়ে বাংলার রূপের ? সংবাদপত্র, সংবাদমাধ্যম কোনো ভুল সংবাদ দিচ্ছেনাতো আর মাত্র ৪ টা স্পেন উঠলেই আমাদের পদ্মাসেতু বিশ্বের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
বুকটা দপ দপ করে, মনটা বেকুল হয়ে আছে, চোখের পানি ছল ছল করছে, বিশ্বাস হচ্ছে না একজন মাত্র নারী প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাওয়া ও পাওয়ার বিষয় আল্লাহপাক এমন ভাবে কবুল করতে পারে ? পরহ্মনেই মনে হয় মানুষের জন্য, দেশের জন্য বিদাতার কাছে বিনয়ের সহিদ চাওয়া, কোরাআন তেলোয়াত, তাহাজুতের নামাজ এত ইবাদত কি বিফল হতে পারে! মনের মাঝে অনেক প্রশ্ন নিজের কাছে নিজেই করছি, কেমন হতে পারে ২০২১ সালের পরের বাংলাদেশ ? মেগাপ্রকল্প গুলো বাস্তবায়নের পরের বাংলাদেশ ? কেমন ছিলো আমার এই সোনার বাংলাদেশ, কেমন রেখেছিলো আমাদেরকে পাকিস্তান সামরিক সরকার, ৭৫ ও ১৫ আগষ্টের পরের সরকার গুলো। অন্তসার শূন্য কংকালের জীবন নিয়ে, একমুঠো ভাত জীবন বাচানোর জন্যে যুদ্ধে ছিলাম। স্বপ্ন ছিলো কল্পনায় চাপা বালিশের তলে।
জেগে উঠা,জাতিকে জাগিয়ে তুলার দায়ীত্ব শেখ হাসিনা এমন সুচারুভাবে পালন করেছেন, নৌকায় ভোট আর চাইতে হয় না, বিমতের কাছে কৈফিয়ত দিতে হয় না। দেশের জনগণ বুঝিয়ে দিচ্ছেন তাদের মতামতের ভিত্তিতে। দুই চারটা বিছিন্ন অপকর্ম হচ্ছে না, আমি তা বলছি না। সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, থাকবে। এই সব মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে চলতে হবে। এগিয়ে নিতে হবে দেশটাকে।
বুকটা দপ দপ করে,কল্পনার সাগর তলে, নাকি কল্পনার আকাশে উড়তে স্থির করতে পারছিনা স্বপ্নের জগতে থাকতে। মন চায় মাওয়া ঘাটের পাারে বসে বসে পদ্মাসেতুর স্পেন উঠানো দেখতে। একটা দৌড়ে পদ্মাসেতু পাড়ি দিতে।বিশ্ব ব্যাংক কি বলবেন ?
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।