মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সাবেক কার্যকরী অন্যতম সদস্য ও মোহাম্মদপুর থানা ৩১নং ওয়ার্ডের বাসিন্দা এবং লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আহম্মদ পাইন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি ২০২২ রোজ সোমবার বাদ মাগরিব রাজধানী মোহাম্মদপুর টাউন হল থানা আওয়ামী লীগ অফিসে এ স্মরণ সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ এম.এ.সাত্তার বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আহাম্মদ পাইন ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের একজন সাহসিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি যতদিন বেঁচে ছিলেন দলের জন্য কাজ করে গেছেন। তিনি আমাদের মাঝে চির অম্লান হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।