জনাব রবিউল আলমঃ
নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লক্ষ্যস্থীর করতে হয়, নিজস্ব মতকে জাতির লক্ষ্য অর্জনের মাধ্যম হতে হয়। জাতিগোষ্ঠী ধর্ম বর্ণের মানুষের মাঝে প্রতিষ্ঠা করতে পারলেই একটি রাষ্ট্রের সফলতা অর্জন হয়। সফল রাষ্ট্রের জাতির পিতার আসনে আপনাকে প্রতিষ্ঠা করবে জনগণ,নেতৃত্বের জন্য। বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাওসেতুন, মহাত্মা গান্ধী, জর্জ ওয়াসিন্টন সহ যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। জাতির জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইতিহাস অমর। তালেবানের লক্ষ্য কি ? ক্ষমতা আর ভাগবাটোয়ারা ছাড়া এ যাবত আমার কাছে পরিস্কার হয় নাই। বিশ্ব মোড়লদের চাহিদা ও লক্ষ্যস্থীর করতে পেরেছেন বলেও প্রতিয়মান নয়। বিশ্ব শান্তির জন্য লড়ছেন ? না-কি নিজেদের অস্ত্র বিক্রির মাধ্যম বানিয়েছেন আফগানদের। ১৭ শ সাল থেকেই লড়াই হচ্ছে আফগানিস্তানের, জয় পরাজয় নাই। বৃটিশ, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা সহ সবাই ভাগবাটোয়ারা অংশ হতে চেয়েছেন। ক্ষমতার অংশ হতে চান আফগান উপজাতিরা। আফগানিস্থানের ও বিশ্বের শান্তি কেহ চেয়েছেন বলে প্রতিয়মান হচ্ছে না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আফগানদের দশাও তাই। তালেবান ক্ষমতার দারপ্রান্তে, এনআরএফ পাঞ্জশির উপত্যকায়। তাজিকিস্তান খাদ্য ও অস্ত্র সহায়তায়। তালেবান বিজয়ে আমেরিকার আধুনিক মারনস্ত্র নিরব থাকলেও আহমেদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ এর ত্রিধনুক নিরব নয়। আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালে, দেশ ছাড়েন নাই। ইতিমধ্যে লাক্ষো তালেবান বিরোধীরা একটু ছায়ার আশায় পাঞ্জশি উপত্যকায় আশ্রয় গ্রহন ও যুদ্ধের জন্য প্রশিক্ষন শুরু করেছে। আর কত শত বছর আফগান যুদ্ধ চলবে, জানিনা। তবে তালেবান কখনো ঐক্যমতের স্থায়ী সরকার প্রতিষ্ঠা করতে পারবে না, তা আমি হলফ করে বলতে পারি। একক ধর্ম, একক মত, একক পুরুষ নিয়ে এই পৃথিবী হয় নাই। নারীকে পর্দায় বন্দী করে, সংস্কৃতিকে ধ্বংস করে, ইতিহাস বিকৃত করে, শক্তি প্রদর্শন করে আফগানিস্থানে তালেবান রাষ্ট্র হতে পারে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।