খাস খবর বাংলাদেশ ডেস্কঃ আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়। এই মন্তব্য করছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।
নিজের দল বিএনপির মুল্যায়নে বলছেন, দুই দুই বার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে তাদের মাঠে নামার নৈতিক শক্তি নেই।
বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তের প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টি করেছেন অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান।
এই মুহূর্তের দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলছেন, ক্ষমতায় থেকে দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেরও সাহস হারিয়েছেন বিএনপি নেতারা।সূত্রে: বিডি প্রতিদিন