মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ঢাকা মহানগর উত্তর শেরে বাংলা নগর থানা, ২৮ নং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগর থানার গাবতলী ও মিরপুর রোডের পাশে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য জয়সেন বড়ুয়া, আতাউর রহমান খান বোরহান, শেরে বাংলা নগর থানার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল আলম খান কাজল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক সজিব, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হামিদা আক্তার (মিতা), শেরে বাংলা নগর থানার সদস্য খন্দকার রোমানা হাসান (পপি), ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনম শামছুর রহমান লিটন সহ শেরে বাংলা নগর থানা, ২৮ নং ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে নেতারা বলেন, বিএনপি চোরাগোপ্তা হামলা করে সফল হতে পারবে না। নির্বাচনে আসা ছাড়া দলটির বিকল্প কোনো পথ খোলা নেই। মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে আন্দোলনের নামে নাশকতা অতীতেও আওয়ামী লীগ মোকাবিলা করেছে সামনেও করবে। বাস ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। পুলিশ হত্যা, বিচারপতির বাসভবনে হামলার মত বিএনপির সহিংস ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ চায় দেশের জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে দেশের জনগণ বদ্ধপরিকর।