মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপি-জামায়াতের অব্যাহত নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে ঢাকা-১৩ আসনের ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়া এর নেতৃত্বে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর শংকর বাস স্ট্যান্ড সংলগ্নে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় অবস্থান কর্মসূচি পরিদর্শন করতে আসেন, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সফল সহ-সভাপতি আলহা্জ্ব মোঃ সাদেক খান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এ.কে.এম অহিদুর রহমান।
এসময় ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ভূইয়া বলেন, ৩৪ নং ওয়ার্ড রাজপথ পূর্বেও আওয়ামী লীগের দখলে ছিলো এখনোও আমাদের দখলে আছি। ভবিষ্যতেও রাজপথ আমাদের দখলেই থাকবে ইনশাল্লাহ। বিএনপি-জামায়াত যদি আন্দোলন সংগ্রামের নামে মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। বিএনপি-জামায়াতকে কঠোর হস্তে দমন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।