মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপি-জামাত কর্তৃক রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং ঢাকা-১৩ মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর) আসনের এমপি ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোঃ সাদেক খান এমপির দিক নির্দেশণায় ঢাকা মহানগর-উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ.সাত্তার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন এর নেতৃত্বে তাৎক্ষনিক প্রতিবাদ হিসেবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচী মোহাম্মদপুর টাউনহল শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে অবস্থান কর্মসূচী পালন করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতারা জানান,(বৃহস্পতিবার) ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানী ঢাকায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা গণপরিবহনে অগ্নিসংযোগ, ভাংচুর সহ নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত করে।
আওয়ামী লীগের নেতারা, বিএনপি-জামাতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, এধরণের নাশকতা কোনোভাবেই বরদাশত করা হবে না এবং এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে সমুচিত জবাব দেবে।