মোঃ ইব্রাহিম হোসেনঃ ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী মুক্তি পেয়েছেন। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দেশে ফেরার প্রক্রিয়া চলছে। নেতাকর্মীরাও মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন, কারাগার থেকে বের হয়ে আসছেন। সবমিলিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে।
এমন অবস্থায় আজ ১ সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার সাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশাল মিছিল নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন মাহমুদ বাবু, সদস্য সচিব আমিনুর রহমান লিটন, যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রানা , ৩১ নাম্বার ওয়ার্ড নাইমুর রহমান জাদু, ৩২ নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল শিকদার বাপ্পি, ৩৩ ওয়ার্ড নম্বর সভাপতি আবু তাহের সহ প্রমুখ।
এসময় মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।