মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী-১ এর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আজ ৮ ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন টিকা নেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন টিকা নেওয়ার পরে সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিলাম। সারা বিশ্বে কিন্তু টিকা সেফ কি না, তা বুঝাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা প্রথম টিকা নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন।
আমাদের প্রধানমন্ত্রীর সবার আগে টিকা নেওয়া উচিত ছিল। তাহলে জনগণ আরও বুঝতো টিকাটা সেফ। তা না করে একজন নার্স নিয়েছেন প্রথম টিকা। আমার মনে হয়, জনগণের আস্থার জন্য প্রধানমন্ত্রীর প্রথম টিকা নেওয়া উচিত ছিল।