মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মাতা কাজী নূরজাহান বেগম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি
আজ ২ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কাজী নূরজাহান বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ শুক্রবার সকাল ৭টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি ৬ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মাদারীপুর নিজ বাড়িতে বাদ মাগরিব নামাজের জানাজা শেষে কাজী নূরজাহান বেগমের দাফন সম্পন্ন হবে।