মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন ৩ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আকাশচুম্বি জনপ্রিয়তার কারণে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান (বাবুল) এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দীন সিকদার হাতি মার্কা নিয়ে ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহজাহান খান বাঘ মার্কা নিয়ে ১০৬ ভোট পেয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও যারা নির্বাচিত হয়েছে, সহ-সভাপতি পদে মোঃ মজিবুর রহমান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মোরশেদ আলম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আজিম, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদ পদে মোঃ শাহ আলম তালুকদার, প্রচার/ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জামাল গাজী, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আতাহার খাঁন, মোঃ বাবুল মিয়া এবং মোঃ রমজান দেওয়ান।
এদিকে ৩ ডিসেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার রাতে রাজধানী মোহাম্মদপুর টাউন হল (কাঁচা বাজার) বণিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ মুসলিম উদ্দীন সিকদার জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ দেলোয়ার হোসেন ধলু।
সংবাদ সম্মেলনে বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধি ছাড়াও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।