বাবা মেয়ের ভালোবাসা
কবি মোঃ নাসির উদ্দিন দুলাল
অসাধারণ বাবার ভালোবাসা পরিপূর্ণতায় পেয়েছিল অপূর্ব সুন্দর প্রাণ,
প্রিয় বাবাকে হারিয়ে ৪৭টি বৎসর বজায়ে রেখেছেন বাংলার মান।।
৭৫ সালের ১৫ই আগস্টের মধ্য রাতে হত্যা করেছিল নরপিচাসের দল,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর ঐ কন্যাটির আজও চোখে পড়ে জল।।
সোনার বাংলার জনগণ সব হারিয়ে চিনে নেয় গণতন্ত্রের মানস কন্যা,
বঙ্গবন্ধুর ছোট্ট সেই কন্যাটি আজ বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
আজকের সারা পৃথিবীতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জন্য,
অসাধারণ বাংলার মানুষ গুলো সারাবিশ্বে আজও হয়ে আছে ধন্য।।
বঙ্গবন্ধু প্রথম বাংলার মানুষকে পাকিস্তানী গোলামীর শৃঙ্খল করেন মুক্ত,
মুক্তিযুদ্ধে সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতা ফিরে পাই দিয়ে এক সাগর রক্ত।।
অসাধারণ মুক্তি যুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের রক্তে রাজপথ হয়েছিল রঞ্জিত,
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাবার ভালোবাসা থেকে ছিল বঞ্চিত।।
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালীর কাছে মানুষ করেছিল শান্তির একটু আশা,
অসাধারণ সেই দিন গুলোতে ছিল অপূর্ব সুন্দর বাবা মেয়ের ভালোবাসা।।