অভাগা বাঙালীর শোকের মাস ষড়যন্ত্রের মাস আজ ১৫ই আগস্ট বটে,
আজকে সারা বাংলার জীবনের কলংঙ্কিত ইতিহাস তাই সারাবিশ্বে রটে।।
পাপিষ্ঠা মীর জাফরের দল আজও ষড়যন্ত্র করে পারিস না হতে খান্ত,
মীর জাফরের দালাল খুনিদের আজ রুখে দিবো তার সমস্ত চক্রান্ত।।
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালী সবসময় ছিল অভাগা দুখী মানুষের পাশে,
সারে সাত কোটি বাঙালীকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মুক্তি যোদ্ধারা সব ফেলে যুদ্ধে যায় চলে,
অপরূপ সৌন্দর্যের অপূর্ব সুন্দর গ্রামটিতে মানুষ আজও যুদ্ধের কথা বলে।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বেঁচে থাকলে করে দিতো সুন্দর গাড়ী বাড়ী,
অসাধারণ বাংলার উন্নয়নে ভড়িয়ে দিতো মুক্তি যোদ্ধার অভাবের হাঁড়ি।।
ত্রিশলক্ষ শহীদের রক্তে বিনিময়ে এনেছিল মুক্তি যোদ্ধারা বাংলার স্বাধীনতা,
তাই পৃথিবীতে বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান অসাধারণ এক বিশ্বনেতা।।
১৫ই আগস্টে ভোর রাতে ট্যাংক কামানের গোলায় ফেটে যায় কানের পর্দা,
অসাধারণ বিশ্ববাসী সেদিন দেখেছিলো ঐ জঘন্য নির্লজ্জ্য বাঙালীর স্পর্ধা।।