মোঃ ইব্রাহিম হোসেনঃ ভোলা মন, মনরে আমার গানের কথাই বার বার মনে করেদেয় আমাদের নতুন সময় পত্রিকা। যুদ্ধ বিধস্ত দেশের কথা, স্বাধীনতার কথা, বাঙালী ইতিহাস ঐতিহ্যের কথা। বঙ্গবন্ধুর জাতিসংঘের ভাষনের কথা। প্রতিদিন পুরোনো কাগজ থেকে উঠিয়ে আনা বাংলা ট্রিবিউনের প্রতিবেদন প্রকাশ করা। এ জেনো এক শিহ্মকের ভুমিকায় অবতীর্ণ।
নাঈমুল ইসলাম খানের চিন্তাচেতনার প্রতিফলনকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমাদের নতুন সময় পত্রিকার নাম উচ্চারিত হওয়া থেকেই বাঙালী মনে প্রানে গ্রহন করেছে, আমি মনে করি। এত কম সময়ে এত ছোটো একটি পত্রিকা এত গুরু দায়ীত্ব পালন করবে, বিঃষয়কর।
বাঙালীর অল্প সময়ে ভুলে যায়। অল্প কিছুতেই খুসী হয়ে যায়, রাতের আধারে টাকা পাইলেই ভোট বিক্রি করেদেয়। নিজের অধিকার ঐতিহ্যের কথা মনে রাখে না। বাঙালী জেগে উঠলে শত বাধাও আটকাতে পারেনা, জাগিয়ে তুলেছিলেন শেখ মুজিব, অবদানের জন্য আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।
২৫ সেপ্টেম্বর জনকের জাতিসংঘের ভাষনের প্রকাশিত অংশ পড়ছিলাম। ৭ মার্চের ভাষন প্রতি সপ্তাহে শুনি আর ভাবি, স্বাধীনতা ইতিহাস, কত সহজ করে একদল বাঙালী উচ্চারন করে স্বাধীনতা নাকি ঘোষণা দিয়েই অর্জন করা হয়েছে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ জাতীয় সংগীত করতে চেয়েছে, ভারতের বিজেপি সরকারও ২০ সেপ্টেম্বর বাঙালীর বুকে, ভাষা দিবশ চাপিয়ে দিতে চায়।
বাঙালীর ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সম্পর্কে নতুন সময়ের ভুমিকা বিশ্ব বাঙালীকে জাগাতে না পারলেও অবদানকে কখনো ছোট করে দেখা যাবেনা। আমরা গর্বিত নাঈমুল ইসলাম খানের জন্য, স্বাধীনতা, ভাষা, বাঙালী ইতিহাস ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি, সাহিত্য নিয়ে মিডিয়ার ভুমিকার জন্য। অনেক বিষয় আমাদের মনকে জাগিয়ে তুলার জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা শুভকামনার মাধ্যমে আজকে লেখা শেষ করলাম।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।